সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি নিবন্ধন পেয়েছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। রোববার (২০ এপ্রিল) রাতে এই তথ্য জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান।  

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বদরুজ্জামান লিখেন-

আলহামদুলিল্লাহ, দীর্ঘ অব্যাহত প্রচেষ্টায় সরকারি নিবন্ধন পেল প্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরব। এ নিবন্ধন পাওয়ার গল্পটা দীর্ঘ। আমরা নিবন্ধনের জন্য প্রথম আবেদন করেছিলাম ২০১৭ সালে। সব কাগজপত্র দেয়ার পরও কর্তৃপক্ষ ঝুলিয়ে রেখেছিল, নানা তাল বাহানায় নিবন্ধন দেয়নি। 

এরপর ২০১৯ এ আবার আবেদন করি। দীর্ঘ সময় তদন্তের পর জানায় সরকারি কিছু প্রজেক্ট বাস্তবতায়ন করে দিলে তা সম্ভব। আমরা রাজি হইনি, তাই নিবন্ধনও দেয়নি। 

২০২২ সালে পূনরায় চেষ্টা করি এতেও নানা শর্তে নিবন্ধন আটকে দেয়। 

অভ্যুত্থানের পরে সেপ্টেম্বর মাসে পূর্বের ফাইলগুলো সচল করার জন্য আবেদন করি। কর্তৃপক্ষ তখন তদন্তের জন্য সংশ্লিষ্ট জায়গায় ফাইল পাঠায়। 

গত জানুয়ারিতে শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ এর সাথে নিবন্ধনের বিষয় নিয়ে আলোচনা করি। তিনি তদন্ত কর্মকর্তাকে অনুরোধ করেন যথাযথ তদন্ত শেষ করার। এরপর শায়েখ আরও দুইবার খোঁজ খবর নেন। এ পরিপ্রেক্ষিতে দ্রুতই কাজ এগিয়ে যায়। 

তদন্ত এবং নিবন্ধন প্রক্রিয়া শেষে ৭ মাস পর অবশেষে নিবন্ধন সনদ ইস্যু হয়েছে। 

আজ ৯ বছরের প্রচেষ্টা শেষে আমরা অবশেষে তা হাতে পেলাম আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহকে। এছাড়াও যারা যেভাবে এ প্রক্রিয়া এগিয়ে নিতে সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই, আমাদের শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুদের।
 
স্মরণ করছি প্রিয় উস্তাদ আইনুদ্দীন আল আজাদ রহ. কে। আল্লাহ তাকে জান্নাতে উচ্চমাকাম দান করুন। 

নিবন্ধন পাওয়ার মাধ্যমে কলরবের আগামী হবে আরও মসৃণ এবং সুন্দর। সবাই দোয়া করবেন।

এমএইচ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ