সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রকাশিত সুপারিশমালার বিরুদ্ধে তীব্র আপত্তি ও গভীর উদ্বেগ জানিয়েছে ইসলামি চিন্তাধারার তরুণদের সংগঠন তরুণ আলেম প্রজন্ম-২৪।

সংগঠনটির দাবি, কমিশনের বেশকিছু সুপারিশ দেশের সংখ্যাগরিষ্ঠ নারীসমাজের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও পারিবারিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তারা মনে করেন, এই সুপারিশগুলো দেশের ধর্মপ্রাণ নারীদের মাঝে বিভ্রান্তি ও সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে।

তরুণ আলেম প্রজন্ম-২৪-এর পক্ষ থেকে আরও বলা হয়, গঠিত নারী অধিকার কমিশনে সকল মত ও পথের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। ফলে, সুপারিশমালায় কিছু গোষ্ঠীগত চিন্তার প্রতিফলন ঘটেছে, যা দেশের সামগ্রিক নারী সমাজের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই প্রেক্ষাপটে সংগঠনটি নারী অধিকার সংস্কার কমিশন বাতিল করে নতুনভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও ধর্মীয় মূল্যবোধসম্মত কমিশন গঠনের দাবি জানিয়েছে। সেইসঙ্গে এমন একটি সার্বজনীন নারী নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে, যেখানে সকল মত ও পথের নারীদের মৌলিক ও ধর্মীয় অধিকার সমুন্নত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ