শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৮ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া আওয়ার ইসলাম ঘুরে গেলেন ইংল্যান্ডের শায়েখ জাকারিয়া ও ম্যাসেজ টিভির পরিচালক রাখাল রাহা, সোহেল ও ধর্ষক আলেপের সর্বোচ্চ শাস্তি দাবিতে রংপুরে বিক্ষোভ ফরায়েজী আন্দোলনকে নিবন্ধন দিতে অনুরোধ করবেন ধর্ম উপদেষ্টা রাসুলুল্লাহ ﷺ- এর অবমাননার প্রতিবাদে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দিলেন শায়খ আহমাদুল্লাহ ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এমনটি নয়: ড. ইউনূস জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা মুসলমানরা এখনও পরাধীন; আরেকটা বিপ্লব হবে: আব্বাসী

বিএনপিতে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই : দুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিতে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই। তারা দলে আসার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত নাটোর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচয় ও কর্মী সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ৪২ বছর শত কষ্ট ও নির্যাতনের মধ্যেও দলের হাল ধরে সাহসিকতার সঙ্গে দলকেও এগিয়ে নিয়ে গেছেন। অথচ পার্টির সুদিনে সুযোগ সন্ধানি অনেকে দলে আসার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের সব অপচেষ্টা ভেস্তে যাবে। এসব সুযোগ সন্ধানিদের কোনোভাবে দলে স্থান দেওয়া যাবে না। দেশনায়ক তারেক জিয়ার নেতৃত্বে সবাই অটুট থাকুন। তার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে।

দুলু আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, যত ষড়যন্ত্র হোক না কেন, দেশের তার জনগণ জবাব দেবে। দেশ নিয়ে অনেক বার চক্রান্ত হয়েছে কিন্তু কেউ সফল হয়নি। তাদের সব ষড়যন্ত্র, চক্রান্ত ভেস্তে যাবে। দীর্ঘ ১৬ বছর আমরা একসঙ্গে ছিলাম, এবং মৃত্যৃ পর্যন্ত একসঙ্গে থাকবো।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চলনায় জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ