শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৮ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া আওয়ার ইসলাম ঘুরে গেলেন ইংল্যান্ডের শায়েখ জাকারিয়া ও ম্যাসেজ টিভির পরিচালক রাখাল রাহা, সোহেল ও ধর্ষক আলেপের সর্বোচ্চ শাস্তি দাবিতে রংপুরে বিক্ষোভ ফরায়েজী আন্দোলনকে নিবন্ধন দিতে অনুরোধ করবেন ধর্ম উপদেষ্টা রাসুলুল্লাহ ﷺ- এর অবমাননার প্রতিবাদে বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দিলেন শায়খ আহমাদুল্লাহ ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এমনটি নয়: ড. ইউনূস জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা মুসলমানরা এখনও পরাধীন; আরেকটা বিপ্লব হবে: আব্বাসী

জগন্নাথপুরে জমিয়তের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার আওতাধীন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জমিয়তের কাউন্সিল ও গণসমাবেশ গত ১৬ ফেব্রুয়ারী রবিবার বিকালে চিলাউড়া বাজারে অনুষ্ঠিত হয়। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন জমিয়তের আহবায়ক হাজী আনোয়ারের সভাপতিত্বে ও কবি আসাদ চৌধুরীর পরিচালনায় এ সমাবেশ হয়।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা সৈয়দ তালহা আলম। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বলেন, বিগত ১৬ বছর প্রতিহিংসা, বিশেষ সিন্ডিকেট এর কারণে আমার জন্মস্থান জগন্নাথপুর জনগণ টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দল জমিয়ত আমাকে সুনামগঞ্জ-৩ আসনের জন্য সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করছে। আমি আমার নির্বাচনী আসনের প্রতিটি এলাকায় যাচ্ছি, জনগণের সাথে কথা বলছি, জনগণের চাওয়া পাওয়া শুনছি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা তাদের বলছি। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে দাবি জানাচ্ছি। এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে দলমত নির্বেশেষে আপনাদের সকলের সমর্থন চাই।  

তিনি আরও বলেন, ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।  অনেক সময় দেশের স্বার্থে দলের স্বার্থ ত্যাগ করতে হয়।  দেশের স্বার্থে অতীতের মতো আবারো আপনাদের সমর্থন চাচ্ছি। নির্বাচনে কেমনে আসবো জানিনা, তবে দেশের মার্কা নিয়ে আসবো।  জমিয়ত মুফতি ওয়াক্কাস গ্রুপ থেকে মনোনয়ন প্রাপ্ত সুনামগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম টেকসই উন্নয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। 

গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহবায়ক হাফিজ সৈয়দ ওযায়রুল হক মমনু, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, জগন্নাথপুর উপজেলা জমিয়ত সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবীব, জগন্নাথপুর পৌর জমিয়তের সদস্য সচিব এম শাহীনুর রহমান শাহীন, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহীদুর রহমান। মিরপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আহমেদ মারজান, কলকলিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি ডাক্তার শামসুল হক, পাইলগাঁও ইউনিয়ন জমিয়তের আহবায়ক হাফিজ আলীনুর, মিরপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, জয়কলস ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আতিকুর রহমান, যুবনেতা ফয়সল আহমদ প্রমুখ।

এরপর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে হাজী আনোয়ার মিয়াকে সভাপতি, মোঃ শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও মোঃ লুৎফর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এমএইচ/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ