শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। তার মত ফ্যাসিস্টকে আবারো পুনর্বাসনে কেউ কেউ তৎপর রয়েছে। কিন্তু জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। অবিলম্বে শেখ হাসিনা সহ সকল খুনীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সংস্কার কার্যক্রমে অংশীজনের মতামত গ্রহণ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে।

ড. কাদের আরো বলেন, দুর্নীতি সহ জুলুম-নিপীড়ন স্থায়ী নির্মূলে দেশের আমূল সংস্কার প্রয়োজন, তবে তা সম্ভব একটি ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। কুরআন-সুন্নাহর বিধান ও খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে আমরা বাংলাদেশে জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই সকল অনাচার চিরতরে দূরীভূত হয়ে যাক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কুরআন সুন্নাহর বিধান বাস্তবায়নের বিকল্প নেই। সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করবে এটা খেলাফত মজলিস কামনা করে। মতভিন্নতা সত্ত্বেও নিজেদের মধ্যে গাঢ় হৃদ্যতার সম্পর্ক থাকবে, কিন্তু ইসলাম ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

খেলাফত মজলিস মহাসচিব আগামী নির্বাচনের বিষয়ে বলেন, এই মুহূর্তে ইসলামী দলগুলোর সাথেও আমাদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কিভাবে সফল হওয়া যায় আলাপ-আলোচনা চলছে। একটি আসনে এক ইসলামী দলের প্রার্থী যাতে থাকে এই ব্যাপারে সমঝোতামূলক আলোচনাও চলছে। ড. আহমদ আবদুল কাদের আজ নারায়ণগঞ্জ মহানগরী খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আরো বক্তব্য দেন- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি ডাঃ শামীম ভূঁইয়া, মাওলানা আব্দুল ওয়াদুদ, সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ইসলামী যুব মজলিস মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের তৌফিক বিন হারিছ ও বিভিন্ন ওয়ার্ড সভাপতিগণ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ