৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) মারা গেছেন। তাঁর মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করেছেন মিসরের আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়েব। এক বিবৃতিতে তিনি পোপকে তাঁর ‘মানবতার ভাই’ হিসেবে উল্লেখ করে বলেন, ফ্রান্সিস ছিলেন একজন মহান মানবতাবাদী, যিনি দুর্বলদের অধিকার রক্ষা ও ধর্মীয় সংলাপ প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন।
গ্র্যান্ড ইমাম পোপের ইসলামোফোবিয়া বিরোধী অবস্থান এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দার প্রশংসা করেন। তিনি স্মরণ করেন, ২০১৭ সালে পোপের আল-আজহারের শান্তি সম্মেলনে অংশগ্রহণ ও ২০১৯ সালের ‘মানব ভ্রাতৃত্ব চুক্তি’ স্বাক্ষর।
এদিকে হামাসও এক বিবৃতিতে ক্যাথলিক চার্চ ও বিশ্বের খ্রিস্টানদের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা পোপ ফ্রান্সিসকে ‘ধর্মীয় সংলাপ, শান্তি, সহনশীলতা ও মানবাধিকারের প্রতীক’ হিসেবে বর্ণনা করে বলেন, তিনি গাজায় ফিলিস্তিনিদের ওপর হওয়া যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরোধিতা করেছিলেন।
পোপ ফ্রান্সিস তাঁর শেষ ভাষণে গাজা যুদ্ধকে ‘ভয়াবহ ও লজ্জাজনক’ আখ্যা দেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানান। সূত্র: নিউ আরব ডটকম
এমএইচ/