ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত। মাতৃভাষা আল্লাহর নিয়ামত।
আজ শুক্রবার ২১ (ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পবিত্র খতমে কুরআন ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক আঃ ছালাম খান আরো বলেন, ‘৮ ফাল্গুন আমরা এই দিবস পালন করার দাবি জানাই।’
এ সময় তিনি দেশবাসীকে দেশব্যাপী ভাষা শহীদ ও সম্পৃক্ত সবার কল্যাণ কামনা করে দোয়া করার আহ্বান জানান।
গণমাধ্যমকে পাঠানো ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
ইসলামিক ফাউন্ডেশন এর দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক এস এম শফিউল আলম তালুকদার, পরিচালক তৌহিদুল আনোয়ার, বজলুর রশিদ, পেশ ইমাম মুহিব্বুল্লাহ হিল বাকী প্রমুখ।
এমএইচ/