বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৬ ফাল্গুন ১৪৩১ ।। ২০ শাবান ১৪৪৬

শিরোনাম :
বেগম জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতির মামলার রায় আজ ফরিদপুর থানার ওসির সাথে খেলাফত প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ গাজা কোনো রাজনৈতিক লেনদেনের উপকরণ নয় : চীন ‘তৌহিদি জনতা’ র কাছে দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম মারা যাওয়া তাকরিম বিশ্বজয়ী হাফেজ নন, গুজব না ছড়াতে অনুরোধ হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল এটিএম আজহারুলের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে : ডা. শফিকুর রহমান সমকামিতার মত জঘন্য বিষয়ের স্বাভাবিকীকরণ মেনে নেয়া হবে না : হাবিবুল্লাহ মিয়াজী সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে নির্বাচন হলে জনগণ মেনে নেবে না : এটিএম মাসুম সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রতিযোগিতা পুরস্কার  বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, আগামী ৬ মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রেসসচিব বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।’

তিনি বলেন, প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, প্রথম ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম ইনিংস বা অধ্যায় ছিল। আজকের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, ‘আমরা যে দেশ গড়তে যাচ্ছি, তাতে পুরো দেশ এবং বিশ্বের সমর্থন আছে।

বড় বড় দেশ আমাদের বলেছে তোমাদের কী চাই, আমরা তোমাদের পাশে আছি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইউনাইটেড নেশনসেরও পুরো সমর্থন আছে।’
তিনি আরো বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদন প্রকাশের পর সবাই জানতে পেরেছে জুলাই-আগস্টের আন্দোলনে কী রকমের ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে নির্দেশ দিয়েছিল। কিভাবে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল।’

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠক ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনীবিদ বৈঠকে অংশ নিচ্ছেন।

আজ বিকেল ৩টার পর পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ