শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ ।। ১১ মাঘ ১৪৩১ ।। ২৫ রজব ১৪৪৬

শিরোনাম :
প্রতিবন্ধীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র-ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে :তারেক রহমান সুইজারল্যান্ডে চার দিনে প্রায় অর্ধশত বৈঠক করলেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় পাচারের শিকার ৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ২৯ কাল ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ায় যাচ্ছেন সাইয়েদ আরশাদ মাদানী পয়ামে ইনসানিয়াতের জাতীয় দাওয়াহ সম্মেলন অনুষ্ঠিত পিআর পদ্ধতি কী? কেন চাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

ওমানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশি জনশক্তি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি জনশক্তির প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই জনশক্তি দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

এরপর এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশি জনশক্তি ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ মানবসম্পদ থেকে দুই দেশই উপকৃত হচ্ছে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বলেন, এটি সত্য এবং তারা দুই দেশের অর্থনীতির জন্য কাজ করছে। 

ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বলেন, আমাদের দেশ দীর্ঘ সময় ধরে ৭% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং সামনে এ প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে।

এছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। 

এদিকে সার আমদানির বিষয়ে ওমানের রাষ্ট্রদূত বলেন, সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির প্রস্তাব দিয়েছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ওমানের এ প্রস্তাব যাচাই করবে।

রাষ্ট্রদূত আবদুল গাফফার বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

ওমানের রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ শেখ হাসিনার নেতৃত্বে হলে ভালো হবে।

এ সময় প্রধানমন্ত্রীকে দৃষ্টিনন্দন একটি নৌকা উপহার দেন ওমানের রাষ্ট্রদূত। উপহারে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তা এবং সাহসের সঙ্গে মহান নেতা বঙ্গবন্ধুর মশাল বহন করছেন।’

অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। 

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ