মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি জনশক্তির প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই জনশক্তি দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
এরপর এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশি জনশক্তি ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ মানবসম্পদ থেকে দুই দেশই উপকৃত হচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বলেন, এটি সত্য এবং তারা দুই দেশের অর্থনীতির জন্য কাজ করছে।
ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বলেন, আমাদের দেশ দীর্ঘ সময় ধরে ৭% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং সামনে এ প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে।
এছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
এদিকে সার আমদানির বিষয়ে ওমানের রাষ্ট্রদূত বলেন, সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির প্রস্তাব দিয়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ওমানের এ প্রস্তাব যাচাই করবে।
রাষ্ট্রদূত আবদুল গাফফার বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
ওমানের রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ শেখ হাসিনার নেতৃত্বে হলে ভালো হবে।
এ সময় প্রধানমন্ত্রীকে দৃষ্টিনন্দন একটি নৌকা উপহার দেন ওমানের রাষ্ট্রদূত। উপহারে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তা এবং সাহসের সঙ্গে মহান নেতা বঙ্গবন্ধুর মশাল বহন করছেন।’
অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
কেএল/