পাঁচ বছর আগে রাজধানীর শাহজাহানপুর ও বনানী থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির ৩৩ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।
এর মধ্যে শাহজাহানপুর থানার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ দলটির ১৩ নেতাকর্মীকে আড়াই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা আহসান হাবিব হীরা, আবদুল্লাহ জামান আদিত্য চৌধুরী, আলমগীর হোসেন আজাদ, গিয়াস উদ্দিন মানিক, বদরুল আলম সবুজ, সোহাগ ভূঁইয়া, মোহাম্মদ ভাসানী চাকলাদার, মোহাম্মদ বেলাল উদ্দিন প্রমুখ।
একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
এদিকে বনানী থানার এক মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে দণ্ডবিধির পৃথক দুই ধারায় এক বছর নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক ধারায় তাদের তিন মাস এবং আরেক ধারায় দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিজানুর রহমান ওরফে বাচ্চু মিয়া, শাহজাহান সরকার, মাহমুদুল হাসান, মোহাম্মদ ইমাম হোসেন ওরফে ইমন, সেলিম আহমেদ রাজু ওরফে জাদু সেলিম, শাজাহান ওরফে বাবুর্চি শাহজাহান, মিজানুর রহমান আক্তার, টাক ফজলু, রেজাউর রহমান ফাহিম।
আদালত সূত্রে জানা যায়, এ দুটি মামলা ২০১৮ সালের সেপ্টেম্বরে নাশকতার অভিযোগে করা। পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে।
এনএ/