শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম 

হজের সময় উচ্চ তাপমাত্রার আশঙ্কা, হাজীদের সতর্ক করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এ বছর হজের সময় হাজীরা গড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রার মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে সৌদি আরব। গত বছরের হজের সময় দেশটিতে তীব্র গরমের কারণে অনেক হাজী সমস্যায় পরেছিলেন।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রধান আয়মান গোলাম মঙ্গলবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে বলেছেন, "এ বছর হজের সময় মক্কা ও মদিনায় স্বাভাবিকের থেকে দেড় থেকে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে। আপেক্ষিক আর্দ্রতা ২৫ শতাংশ থাকার পাশাপাশি বৃষ্টির হার শূন্যের কাছাকাছি থাকবে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি হবে।"

সৌদি সরকারের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর ১.৮ মিলিয়নেরও বেশি মানুষ হজে অংশ নিয়েছিলেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, গত বছর তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কারণে ২ হাজারেরও বেশি মানুষ তাপজনীত সমস্যায় ভুগেছিলেন।

বিভিন্ন দেশের পরিসংখ্যান অনুসারে, প্রায় ২৪০ জন মানুষ গত বছর হজের সময় তাপজনীত সমস্যা যেমন হিটস্ট্রোক ও ক্লান্তিতে মারা গেছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশ ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন।

সৌদি কর্মকর্তারা শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু প্রদান সহ তাপের প্রভাব প্রশমিত করার জন্য পদক্ষেপ নিয়েছেন।

আয়মান গোলাম সংবাদ সম্মেলনে বলেন, "তাপমাত্রা বাড়ার সাথে সাথে প্রতিদিনের চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন।"

তিনি আরও বলেন, হজযাত্রীদের জন্য খাবার রেফ্রিজারেটরে পরিবহণ করা উচিত যাতে এটি নষ্ট না হয়।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ