কে.এম. সুহেল আহমদ, কাতার
কাতারের রাজধানী দোহায় মুনতাজা ডানা এক্সপ্রেসের বিপরীতে পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন ‘মুমতাজ কার ওয়াশ এন্ড পলিশ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গত ৩ মে (শনিবার) সন্ধ্যায়।
কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ফিতা কেটে এ কার ওয়াশের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সদস্য সচিব ও প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সোলাইমান খান এবং কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্পন্সর নাজি আবদুল্লাহ আল তামিমী। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, প্রবাসী কমিউনিটির বর্ষীয়ান নেতা মো. আবু ছায়েদ, সিরাজুল ইসলাম মোল্লা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ কাতার চ্যাপ্টারের সভাপতি আরিফ উদ্দৌলা পাহলোয়ান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আহ্বায়ক অধ্যাপক আমিনুল হক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, শরীফ উদ্দিন, আহসান উল্লাহ হাসান, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ মালেক এবং চাঁদপুর সমিতির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
রাষ্ট্রদূত তার বক্তব্যে উদ্যোক্তা সোলাইমান খানের ভূয়সী প্রশংসা করে বলেন, “অন্যান্য প্রবাসী ব্যবসায়ীদের মতো সোলাইমান খানও কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি প্রবাসে উজ্জ্বল করতে অব্যাহত ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।”
উদ্যোক্তা সোলাইমান খান প্রবাসী বাংলাদেশিদের ‘মুমতাজ কার ওয়াশ এন্ড পলিশ’ পরিদর্শন ও উন্নত সেবা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাওলানা কাউসার আহমদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ তাফসির উদ্দিন। দোয়া পরিচালনা করেন আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয় এবং পরে উপস্থিত প্রবাসীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এমএইচ/