মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ।। ১ বৈশাখ ১৪৩২ ।। ১৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের ওয়াকফ বিল: অভিযান শুরু, বন্ধ করে দেওয়া হলো ১৭০ মাদরাসা ‘জাতি এবার হিন্দুত্ববাদ প্রভাবমুক্ত বাংলা নববর্ষ উদযাপন করল’ বানিয়াচংয়ে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবারও ঢাকা-চট্টগ্রামে হজ প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইরানের প্রতিরক্ষা নীতি ও পশ্চিমা হুমকি: যুদ্ধ কি অনিবার্য? মাদ্রাসা শিক্ষার্থী মানেই অনিশ্চিত গন্তব্যের যাত্রী নয়, চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ওয়াকফ বিল বাতিলে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফতের গণমিছিল আরজাবাদ মাদরাসারও শায়খুল হাদিস হলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক সারা দেশে জুমার জামাতের সময় নির্ধারণ, সুবিধা-অসুবিধা ময়নাতদন্ত শেষে মাদরাসা ছাত্র জুলাই-শহীদ রাব্বির পুনঃদাফন

প্রবাসীদের হালাল উপার্জন ও পরিবারের খোঁজখবর নেওয়ার তাগিদ শায়খ আহমাদুল্লাহর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীন আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের আমন্ত্রণে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের ব্যবস্থাপনায় ৮ এপ্রিল চার দিনের সফরে মধ্যপ্রাচ্যের দেশটিতে যান প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

৮ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন, দোহা কাতার-এর সেক্রেটারি মাওলানা মুশাহিদুর রহমান ও এন্তেজামিয়া কমিটির প্রধান মাওলানা ইউসুফ, সদস‍্য মাওলানা হারুনুর রশীদসহ নির্বাহীর অন‍্যান‍্য নেতারা শায়খকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

চার দিনের সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশ নেন শায়খ আহমাদুল্লাহ। ৮ এপ্রিল শায়খ গানেম মসজিদে উলামা সমাবেশে যোগদান করেন। উলামায়ে কেরামকে লক্ষ্য করে শায়খ বলেন, ‘আলেমদের দায়িত্ব শুধু মসজিদ-মাদরাসামুখীই নয়, সমাজের প্রত্যেক সেক্টরে আলেমদের দায়িত্বশীল নেতৃত্ব দিতে হবে।’

এছাড়াও আল ওয়াকরাহ বড় মসজিদ, আল আতিয়া বড় মসজিদ, মশহুরুল হক স্কুল অ্যান্ড কলেজ (বাংলাদেশ স্কুল) কাতারে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বক্তব্য দেন শায়খ আহমাদুল্লাহ।

আল-ওকরাহ বড় মসজিদে প্রবাসীদের হালাল উপার্জন, পারিবারিক বন্ধন এবং সৎভাবে জীবনযাপনের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করে প্রসঙ্গত শায়খ বলেন, অনেকে ভাবেন দেশে পরিবার রেখে এসে টাকা উপার্জন করে পাঠালেই দায়িত্ব শেষ। কিন্তু না, প্রবাসে থেকে পরিবার ভেঙে যাওয়া, সন্তানদের পথভ্রষ্ট হওয়া এখন বড় বাস্তবতা। তাই, প্রবাসীদের পরিবারের খোঁজখবরের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

১১ এপ্রিল কাতার ফাউন্ডেশনের এডুকেশন সিটিতে বাদ জুমা ডক্টর, প্রফেসর ও শিক্ষার্থীদের উদ্দেশে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য দেন শায়খ আহমাদুল্লাহ। একই দিনে গানেম মসজিদে বাদ আসর বিভিন্ন সাংগাঠনিক দায়িত্বশীল, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, ব‍্যবসায়ী এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

বাদ এশা মারকায বিন যায়েদ ইসলামিক কালচারাল সেন্টার মসজিদে দাওয়াহ সেমিনারে বিশেষ অতিথি  রাষ্ট্রদূত নজরুল ইসলামের উপস্থিতিতে প্রধান বক্তার বক্তব্য দেন।

শুক্রবার রাত ১১টায় মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের সভাপতি মাওলানা ফরিদ আহমাদ ফরিদী, সহসভাপতি মাওলানা হারুনুর রশীদ, সেক্রেটারি মাওলানা মুশাহিদুর রাহমান ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মাজেদসহ অন্যান্যরা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শায়খ আহমাদুল্লাহকে বিদায় জানান।

নারনা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ