বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বললেন ট্রাম্প, উদ্বিগ্ন জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানে গভীররাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, আমরা মাত্রই এ ব্যাপারে জানতে পারলাম। পুরো ঘটনাটিই দুঃখজনক। দুই দেশের দ্বন্দ্বপূর্ণ অতীতের কারণে অনেকেই হয়তো বুঝতে পারছিলেন, এ রকম কিছু ঘটতে পারে। তারা দ্রুতই সংঘাত শেষ করতে বলে আমার আশা।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়। বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়।

এদিকে, ভারতের হামলার জবাব দেওয়ার জন্য পাকিস্তানও তৈরি হচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

ভারতের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এমন সংঘর্ষে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক তৎপরতা গভীর উদ্বেগের বিষয়। আমরা দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ সংযত আচরণ প্রত্যাশা করি।

জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, উপমহাদেশে নতুন করে কোনও সামরিক উত্তেজনা বিশ্ব চাইছে না। পরিস্থিতি অবনতির দিকে গেলে তার পরিণতি হবে ভয়াবহ।

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদের সামরিক অভিযানের পুরো বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ব্রিফ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ