সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

দেশে অস্থিতিশীলতার চেষ্টা; লন্ডনে কওমি সলিডারিটি এলায়েন্সের প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লন্ডন প্রতিনিধি:

চট্টগ্রামে আদালত পাড়ায় চিহ্নিত সাম্প্রদায়িক শক্তি কর্তৃক আইনজীবি সাইফুল আলম আলিফের নৃসংশ হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে গাড়ী চাপায় হত্যা চেষ্টা এবং গণ অভ্যুত্থান ও দেশ বিরোধি ষড়যন্ত্রে কারীদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জুলাই গণ অভ্যূত্থান পূর্ববর্তী বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সমর্থনে গঠিত কওমি সলিডারিটি এলায়েন্স ইউকে।

গত ২৯ শে নভেম্বর শুক্রবার লন্ডনে এক প্রতিবাদ সভায় পতিত স্বৈরাচারের শিকড় মুলোৎপাটনে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবী জানিয়ে বলা হয় অন্যথায় জুলাই গণ অভ্যূত্থানে হাজারো প্রানের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পরাধিনতার লৌহ কপাটে বন্ধি হয়ে পড়বে।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও সংগঠক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ।

সংগঠনের সমন্বয়ক মুফতী ছালেহ আহমদ, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা সাইফুর রহমানের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা সৈয়দ আশরাফ আলী,মাওলানা গোলাম কিবরিয়া,মুফতী আব্দুল মুনতাকিম,মাওলানা হাসান নূরী চৌধুরী,আলহাজ্ব আতাউর রহমান,মাওলানা ইমদাদুর রহমান মাদানী,মাওলানা সৈয়দ তামিম আহমদ,মাওলানা মামনুন মুহিউদ্দীন,হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আব্দুল বাসিত,মাওলানা জাবির আহমদ,মাওলানা দিলোয়ার হোসাইন,হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ প্রমূখ।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, জুলাই বিপ্লবের বিরুদ্ধে সকল নাশকতার বিশ দাঁত সমূলে ভেঙ্গে দিতে হবে।শহীদ আলিফের রক্তের প্রতিশোধ নিতে রাজপথ-জনপথ সহ সর্বত্র বিপ্লব ও দেশ বিরোধি শত্রুদের প্রতিরোধ করতে রাজ পথে নির্ঘুম পাহারা গড়ে তুলতে হবে।ধর্মীয় সাম্প্রদায়িকতার ছদ্মাবরনে পতিত স্বৈরাচারের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্ঠি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এদের প্রতি কোন রকমের দূর্বলতা প্রদর্শন করলে এর মাশুল এই জাতি আর বহন করতে পারবেনা।তিনি রাজনৈতিক দল সমূহকে দ্রুত ক্ষমতার মসনদে বসার উন্মাদনা পরিহার করে আগে দেশ রক্ষার সমগ্রামে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান।

অন্যান্য উলামা নেতৃবৃন্দ উগ্র সাম্প্রদায়িক সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষনা ও আইনজীবি শহীদ আলিফ সহ

জুলাই বিপ্লবের সকল শহীদের হ্ত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ