বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নড়াইল জেলা জামায়াতের আমির বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের ২৩ নভেম্বর শুরু হচ্ছে ক্যালিগ্রাফি কর্মশালা চট্টগ্রামে ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে আজ শনিবার মতিঝিলের জামিয়া দ্বীনিয়া শামসুল উলুমে বয়ান করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর

ফতুল্লায় এসলাহি মাহফিলের প্রধান মেহমান আফফান মনসুরপুরী, কাল আসছেন বসুন্ধরা মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার মাদানী হাউজিংয়ে বার্ষিক এসলাহি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (সা.) খতিবুল হিন্দ, সদরুল মুদাররিস সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.)। বুধবার রাতে এ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে তিনি মাদানীনগর মাদরাসায় রাত্রিযাপন করবেন।

এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মারকাজু ফিকরিল ইসলামি, বসুন্ধরায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ফকিহুল হিন্দ, কুতুবুল আলম হজরত শায়খুল ইসলাম হোসাইন আহমাদ মাদানী (রহ.)-এর নাতি তিনি।

এসব খবর নিশ্চিত করেছেন সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.)-এর খলিফা মুফতি রুহুল আমিন।

মুফতি রুহুল আমিন আওয়ার ইসলামকে জানান, সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.) বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে হজরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে রাজধানীর যাত্রাবাড়ী মদিনা মারকাজ মসজিদে জহুরের নামাজ পড়বেন এবং এসলাহি বয়ান করবেন। রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার মাদানী হাউজিংয়ে এসলাহি বার্ষিক মাহফিলে বয়ান করবেন। পরে মাদানী নগর মাদরাসায় রাত্রিযাপন করবেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মারকাযু ফিকরিল ইসলামি, বসুন্ধরায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকাল ৪টায় হজরত শাহজালাল বিমান বন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেবেন।

আওলাদে রাসুল (সা.) খতিবুল হিন্দ, সদরুল মুদাররিস সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.) ৭ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। ৮ নভেম্বর (শুক্রবার) যশোর মাসনা মাদরাসায় জুমায় খুতবা দেন এবং বয়ান করেন। ৯ নভেম্বর (শনিবার) থেকে ১২ নভেম্বর মঙ্গলবার পর‌্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলায় দস্তরবন্দি ও এসলাহি মাহফিল করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ