বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী কমিশন বাতিল না করা সরকারের জন্য অমঙ্গলজনক: খেলাফত মজলিস মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’ পাক-ভারত যুদ্ধ : ঈমানের লড়াই না ভূখণ্ডের দ্বন্দ্ব? ‘নারী কমিশন ইস্যুতে বিতর্ক জিইয়ে রাখা সরকারের উচিত হচ্ছে না’ ভারত-পাকিস্তান সংঘাত – শান্তির শেষ সুযোগ কি ইসলামাবাদের হাতে? পাকিস্তানে নয়, মোদি নিজের ওপরই হামলাটা করলেন নতুন আমিরে গতি ফিরেছে বাংলাদেশ খেলাফত মজলিসে! দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ একজন সিলেটী 

ভারতের  বিমান হামলায় উদ্বেগ ও নিন্দা জানাল  খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের মসজিদে লক্ষ্য করে ভারতের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ হামলাকে ‘একতরফা আগ্রাসন’ উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “ভারতের মোদী সরকার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে দোষ চাপাতে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনে নেমেছে। দীর্ঘদিন ধরেই ভারত কাশ্মীরিদের উপর দমন-পীড়ন চালিয়ে আসছে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে তাদের অধিকার হরণ করা হয়েছে। অথচ পেহেলগাম হত্যাকাণ্ডে পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি।”

তারা আরও বলেন, “একের পর এক উসকানিমূলক পদক্ষেপের অংশ হিসেবে ভারত এখন একতরফাভাবে সিন্দু পানি চুক্তি স্থগিত করে ‘পানি অস্ত্র’ ব্যবহারে লিপ্ত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক হলো—মসজিদকে টার্গেট করে সামরিক হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন।”

খেলাফত মজলিসের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত-পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর। এ ধরণের সর্বাত্মক সামরিক সংঘাত শুধু উপমহাদেশ নয়, বরং গোটা বিশ্বকে এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি করতে পারে।”

তারা সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ