বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

ইরানে ইসরায়েলের হামলা, তেহরানে ব্যাপক বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান এবং তার মিত্রদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে এ হামলা চালাচ্ছে।

শনিবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, তেহরান এবং কারাজ শহরের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছে। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠেছে।

এদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা মানুষের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ১২ জন ফিলিস্তিনি নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।

হিজবুল্লাহ বলেছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ওদাইসির উপকণ্ঠে ১২ জনের বেশি ইসরায়েলি সৈন্যকে হত্যা ও আহত করেছে। তাদের স্থল যুদ্ধ অব্যাহত এখনো রয়েছে।

অন্যদিকে খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ১৪ শিশুসহ এক পরিবারের অন্তত ৩৮ জন নিহত হয়েছে।

লেবানন-ইসরায়েল যুদ্ধে সংবাদ সংগ্রহ করতে যাওয়া তিন সাংবাদিক লেবাননের দক্ষিণ হাসবাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলার প্রেক্ষিতে ইসরায়েলে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরপরই ইরানকে এর চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছে ইসরায়েল।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ