মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
টঙ্গীতে কনকনে শীতে বয়ান শুনছেন মুসল্লিরা, আখেরী মোনাজাত কাল ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আফতাবনগর মাদরাসার তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা আগরতলায় দূতাবাসে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ উপহাইকমিশনে হামলা; ঢাকায় কাল বিক্ষোভ ইসলামী আন্দোলনের ভারত বাংলাদেশি কুটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর হজরত মুফতী আব্দুর রহমান রহ.: কিছু স্মৃতি আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. জীবন ও কর্ম নিয়ে সম্মেলন ১৬ ডিসেম্বর হেফজত আমিরসহ শীর্ষ আলেমদের বিরুদ্ধে মানহানির মামলা করল সাদপন্থীরা আল্লামা সুলতান যওক নদভী মেধা ও শিক্ষাবৃত্তির উদ্বোধন  পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন

টঙ্গীতে কনকনে শীতে বয়ান শুনছেন মুসল্লিরা, আখেরী মোনাজাত কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীর টঙ্গীর ‘কহর দরিয়া’ খ্যাত তুরাগ নদীর তীরে চলছে দাওয়াত ও তাবলীগ জামাতের জোড় ইজতেমা।

তাবলিগ জামাতের শূরায়ে নেজামের আয়োজনে ৫ দিনব্যাপী এই জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে কাল মঙ্গলবার (৩ ডিসেম্বর)।

এদিন সকাল ৮টা থেকে ১০টার মধ্যে যেকোনো এক সময় মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন শূরায়ে নেজামের শীর্ষ মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা (ভারত)।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

এদিকে কনকনে শীত ও বৃষ্টি উপেক্ষা করে গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন চিল্লাধারী মুসল্লিরা।

বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশী ৩ চিল্লার সাথী অংশ নেন। কালিমা, নামায, ও যিকির, ইকরামুল মুসলিমিন, তাসহীহেনিয়ত ও তাবলীগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) উপর গুরুত্বপূর্ণ বয়ান করা হয়।

আজ সোমবার চতুর্থদিনে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। সকাল দশটায় বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, বাদ আসর বয়ান করেন পাকিস্তানের ডাক্তার নাওশাদ সাহেব, বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং বাংলায় তর্জমা করবেন মাওলানা জুবায়ের।

মোনাজাত শেষে সমবেত চিল্লাধারী মুসল্লিরা দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়বেন। ফের বিশ্ব ইজতেমায় সময় তারা ময়দানে সমবেত হবেন।

চার মুসল্লির মৃত্যু: জোড় ইজতেমায় গত চারদিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- রংপুর জেলার কোতয়ালী থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মুকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫)ও দিনাজপুর সদরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউছার আলী(২৮), সিরাজগঞ্জ সদরের মো. শহিদুল ইসলাম(৬৫) ও আব্দুল হাকিম আকন্দ (৭২)।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ