|| নুর আলম সিদ্দিকী ||
জমিয়ত উলমায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, ভারতীয় সমাজের বিভিন্ন শ্রেণীকে শিক্ষিত করতে মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতের সংবিধানে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুরা তাদের পছন্দমত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে নিজেদের মতো চালাতে পারবে। স্বাধীনতা আন্দোলনেও মাদরাসাগুলোর অবদান অতুলনীয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক ভারতের যোগী রাজ্যে সরকারি মাদরাসায় অধ্যয়নরত মুসলিম ও হিন্দু শিক্ষার্থীদের সরকারি স্কুলে স্থানান্তরিত করার জন্য উত্তরপ্রদেশ সরকার নির্দেশনা দিয়েছে।
উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র গত ২৬ জুন রাজ্যের সব জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (এনসিপিসিআর) জারি করা একটি চিঠি উদ্ধৃত করেন। চিঠিতে সরকারি অনুদানপ্রাপ্ত মাদরাসায় অধ্যয়নরত সকল অমুসলিম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কাউন্সিলের বিদ্যালয়ে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সরকারি এই নির্দেশকে 'অসাংবিধানিক' এবং সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে জমিয়ত উলামায়ে হিন্দ।
সূত্র: দ্যা ইনকিলাব উর্দু
এনএ/