বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ।। ৪ আশ্বিন ১৪৩১ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান টেলিযোগাযোগ উপদেষ্টার মেরামতের পর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু শহীদদের পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ ও আহতরা ১ লাখ টাকা করে পাবেন ড. ইউনূসের প্রথম একনেক সভায় অনুমোদন পেলো ৪ প্রকল্প স্বাধীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবিতে শুক্রবার রাজধানীতে ‘শিক্ষা সমাবেশ’ কওমি সনদের যথাযথ মূল্যায়নের দাবিতে কাল জাতীয় সেমিনার সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে সিলেটে শাপলা শহিদ জাহিদের কবর জিয়ারতে নাগরিক আলেমসমাজ উসকানিদাতা কবি, সাংবাদিকরাও বিচারের আওতায় আসবেন: তথ্য উপদেষ্টা এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

আফগানিস্তানে মাদরাসায় পড়ার সুযোগ পাচ্ছে সব বয়সী মেয়েরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুই বছর আগে পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান সরকার। তারা ক্ষমতায় এসেই মেয়েদের জন্য পশ্চিমাদের তৈরি উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করে দেয়। তবে ধর্মীয় শিক্ষালয় মাদরাসায় সব বয়সী মেয়েদের পড়ার সুযোগ দিচ্ছে তাঁরা।  জাতিসংঘের বিশেষ দূত রোজা ওতুনবায়েভা এতথ্য জানিয়েছেন। তিনি নিরাপত্তা পরিষদ ও সাংবাদিকদের বলেছেন, মেয়েরা যে মাদরাসায় পড়তে পারছেন ‘সেটির অনেক অনেক প্রমাণ’ পাওয়া যাচ্ছে।

 

তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আহমেদ বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, সরকারি মাদরাসায় পড়ার জন্য মেয়েদের বয়সের ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই। যেটি প্রয়োজন সেটি হলো— নির্দিষ্ট বয়স। স্কুলে পড়ার ক্ষেত্রে যেমন নির্দিষ্ট বয়স আছে, মাদরাসায় সেই একই নিয়ম আছে।

 

তিনি বলেছেন, ‘যদি ক্লাসের সঙ্গে বয়স না যায় এবং বয়স অনেক বেশি হয়, তখন তাকে পড়ার সুযোগ দেওয়া হয় না। স্কুলে যেমন নিয়ম আছে মাদরাসায় সেই একই নিয়ম আছে। জুনিয়স ক্লাসে বেশি বয়সী মেয়েদের পড়তে দেওয়া হয় না। কিন্তু বেসরকারি মাদরাসায় বয়সের ক্ষেত্রে সীমা নেই। সেখানে প্রাপ্ত বয়স্কসহ সব বয়সীরাই পড়তে পারে।’

আফগানিস্তানে প্রায় ২০ হাজার মাদরাসা রয়েছে। যার মধ্যে ১৩ হাজার সরকারি। 

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ