একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন লাতিন আমেরিকার দেশ পেরুতে । আরও ২১ জন আহত হয়েছেন ।
বিবিসির খবরে বলা হয়েছে, বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি একপর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি ভূখণ্ডে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।
এদিকে আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো নিউজ আউটলেট আরপিপিকে বলেছেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল।
আয়াকুচোর আঞ্চলিক সরকার জানিয়েছে, তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীর চিকিৎসা করেছে। লা রিপাবলিকা পত্রিকা অনুমান করেছে যে, ৩৬ জনের মতো আহত হতে পারে।
পেরুতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে সাধারণত দুর্ঘটনা ঘটে থাকে। ২০২২ সালে সরকারি পরিসংখ্যান অনুসারে সড়ক দুর্ঘটনায় ৩৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন আন্দিয়ান এই দেশটিতে ।
এ আই/