|| কাউসার লাবীব ||
টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলে কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলায় অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দি। সীমাহীন দুর্ভোগ বানভাসি এসব মানুষ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন। ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন।
জানা যায়, সংস্থাটিতে এরই মধ্যে সাড়ে তিন লাখ মানুষ অনুদান দিয়েছে। ত্রাণকাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন ৪ হাজারের বেশি। তাদের এই ত্রাণ তৎপরতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঘরেই হাসি ফোটাচ্ছে।
আজ সোমবার (২৬ আগস্ট) আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণবাহী গাড়ি ত্রাণ পৌঁছে দেয় কুমিল্লার লাকসামের জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ আশ্রমে। এছাড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজ হাতে হিন্দু ধর্মালম্বীদের হাতে ত্রাণ পৌঁছাতে দেখা যায়।
প্রসঙ্গত, এখন পর্যন্ত প্রায় ১২ শ’ টন চাল ডালসহ নানা ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। কর্তৃপক্ষ জানায়, বন্যার পর দেওয়া হবে আরও এক হাজার টন চাল। এছাড়া, যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের টিনসহ আর্থিক সহায়তাও দেবে ফাউন্ডেশনটি। ত্রাণ দেওয়া হচ্ছে গবাদি পশুর জন্যও।
কেএল/