শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

রমজানে শুরু হচ্ছে কুরআন অনুবাদ পাঠ প্রতিযোগিতা-২০২৪ , রেজিস্ট্রেশন অনলাইনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভার্সিটিয়ান দ্বীনি পরিবারের আয়োজনে পবিত্র রমজানে সারাদেশব্যাপী  অনুষ্ঠিত হতে যাচ্ছে "Greentech Apps Foundation Presents কুরআন অনুবাদ পাঠ প্রতিযোগিতা-২০২৪" ।

প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার।

সংগঠনটির ফাউন্ডিং ডিরেক্টর মুহাম্মদ খলিল ইসলাম বলেন, কুরআনের অনুবাদ পাঠের অনুভূতি একদমই ব্যতিক্রম। প্রিয়জন যখন আমাদেরকে কোনো টেক্স পাঠায় কিংবা ভয়েস পাঠায় আমরা মনোযোগ দিয়ে তা পড়ি, শুনি। কখনো কখনো বারবার পড়তে থাকি।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাও তো আমাদেরকে তার টেক্সট পাঠিয়েছেন পবিত্র কুরআনে। আমরা প্রতিনিয়ত তিলাওয়াত করলেও সেটা কেবল তিলাওয়াতেই সীমাবদ্ধ। আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি না এর অর্থ।

তিনি আরো বলেন, আমরা বিগত পরীক্ষাগুলো ফ্রীতেই নিয়েছি কিন্তু দ্বীনের জন্য কাজগুলো করতে অর্থের প্রয়োজন হয়। তাই এবার আমরা রেজিষ্ট্রেশনের জন্য নূন্যতম টাকা ফি নির্ধারন করা হয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী বেশি দিতে পারেন। এই অর্থ পুরস্কারের জন্য ব্যয় করা হবেনা, দ্বীনের অন্যান্য কাজে ব্যয় করা হবে ইনশাআল্লাহ।

১ম পুরস্কার: নগদ ১০০০০৳ + ৫০০০৳ সমমূল্যের বই

২য় পুরস্কার: নগদ ৫০০০৳ + ৩০০০৳ সমমূল্যের বই

৩য় পুরস্কার: নগদ ৩০০০৳ + ২০০০৳ সমমূল্যের বই

৪র্থ পুরস্কার: নগদ ২০০০৳ + ২০০০৳ সমমূল্যের বই

৫ম পুরস্কার: নগদ ২০০০৳ + ১০০০৳ সমমূল্যের বই

৬ষ্ঠ পুরস্কার: নগদ ১০০০৳ + ১০০০৳ সমমূল্যের বই

৭ম-১০ম পুরস্কার: নগদ ১০০০৳ + ৫০০৳ সমমূল্যের বই

১১তম-১৫ তম পুরস্কার: নগদ ৫০০৳ + ৫০০৳ সমমূল্যের বই

১৬তম-৩০ তম পুরস্কার: নগদ ৫০০৳ অথবা ৫০০৳ সমমূল্যের বই

৩১তম-১০০ তম পুরস্কার: নগদ ৩০০৳ অথবা ৩০০৳ সমমূল্যের বই

এছাড়াও প্রথম ১০০ জন সবার জন্য থাকছে টি-শার্ট ।

■ পরীক্ষার সময়:

১ম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ রমজান (  সকাল ১০:০০-১০:৪০ )। 

২য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ম ধাপের পরীক্ষার ২০ দিন পর। প্রথম ধাপের পরীক্ষায় যারা ৫০% এর বেশি মার্কস পাবেন তারা দ্বিতীয় ধাপের সুযোগ পাবেন।

■ পরীক্ষার পদ্ধতি:

পরীক্ষা অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

প্রশ্ন সংখ্যা : ১০০ টি।

সময়: ৪০ মিনিট।

■ সিলেবাস: সূরা ফাতিহা, আর-রহমান, ওয়াকিয়া, হুজুরাত, কাহাফ, ইউসুফ, ত্ব-হা, আহযাব,ইনশিরাহ থেকে নাস পর্যন্ত।

অনুবাদ + রেফারেন্স তাফসীর: তাওযীহুল কুরআন।

■ যারা অংশগ্রহণ করতে পারবেন :

জেনারেল, আলিয়া মাদরাসা (আলিম পর্যন্ত) সাবেক ও  বর্তমান স্টুডেন্ট, চাকুরিজীবী, ব্যবসায়ী, ডাক্তারসহ সকলে অংশগ্রহণ করতে পারবেন।

বি.দ্র: কওমি মাদরাসার স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবেন না।

■ রেজিস্ট্রেশন ফি: নূন্যতম ১০০ টাকা, ( সামর্থ্য অনুযায়ী বেশি দিতে পারেন )

রেজিষ্ট্রেশন ফি সেন্ড মানি করবেন নিম্নোক্ত নাম্বারে:

নগদ: 01783286847

রকেট: 017036074962

বিকাশ: 01733464732

( বি.দ্র: যাদের একান্তই অন্য কোনো মাধ্যম নেই টাকা পাঠানোর, তারাই বিকাশ ব্যবহার করবেন। অন্যথায় নয় )

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/D3McYaTFRcvaZ4Xo6

রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৫ রমজান

■ দিকনির্দেশনা:

১. ফরমের প্রতিটি তথ্য মনোযোগ সহকারে পূরণ করবেন।

২. মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই আপনার সচল মোবাইল নাম্বারটি দিবেন।

৩. আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিবেন। ঠিকানা ভুল হলে আপনার পুরস্কার পাঠানো সম্ভব হবেনা।

৪. ফরম সাবমিট করার পর “The submission was successful” লেখাটি আসলে বুঝবেন আপনার রেজিষ্ট্রেশন হয়ে গিয়েছে।

প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন তথ্য পরিবর্তনযোগ্য।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ