মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ।। ১২ কার্তিক ১৪৩১ ।। ২৬ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
কাল বায়তুল মোকাররম বইমেলায় থাকছেন ইবনে শাইখুল হাদিস ও মাওলানা আইয়ুবী কিশোরগঞ্জে যুবকদের আয়োজনে ক্রয়মূল্যে সবজি বিক্রি বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির বানিয়াচংয়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জমিয়ত সভাপতি আল্লামা মনসুরুল হাসান রায়পুরী অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে আদর্শ রাষ্ট্র গঠনে আলেমসমাজের ভূমিকা অপরিহার্য: ধর্ম উপদেষ্টা মাওলানা ওয়ালী উল্লাহ আরমান অনূদিত দুই বইয়ের মোড়ক উম্মোচন আগামীকাল গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা: দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ এখন আর ভোগান্তি নয়, ঘরে বসেই আয়কর দিন: ড. মুহাম্মদ ইউনূস সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার কোন সুযোগ নেই: চরমোনাই পীর

কিশোরগঞ্জে বিনা লাভে সবজি বিক্রি আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে বিনা লাভে সবজি বিক্রি করছেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইমদাদিয়া কওমি মাদসার শিক্ষার্থীরা।  

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন দুপুর থেকে সন্ধা পর্যন্ত চলমান থাকে এই হাট। সরাসরি কৃষকের জমি থেকে টাটকা সবজি এনে শহরে বিনা লাভে বিক্রি করছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, কৃত্রিম সিন্ডিকেট দূর করতে এবং প্রয়োজনীয় সকল সবজি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আনতেই এই উদ্যোগের লক্ষ্য।

জানা গেছে, উক্ত হাটে বাজারের তুলনায় অনেক দাম কম। হাটে চিচিঙ্গা, আলু, বেগুন, কাচা মরিচ, শশা ডিম ইত্যাদি পণ্য বিক্রয় করা হচ্ছে। ধারাবাহিকভাবে আরও কাঁচা বাজার যুক্ত হবে এবং উক্ত আয়োজন বাজারের সিন্ডিকেট চলমান থাকাকালীন পর্যন্ত এই কার্যক্রম রাখার চেষ্টা করবে বলে আয়োজকরা জানান।

এই হাট শুরু হবার পর থেকে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে৷ হাটের মাধ্যমে একদিকে যেমন সাধারণ কৃষকরা তাদের সঠিক দামটা পাবে অপরদিকে কৃত্রিম সিন্ডিকেটের ওপর চাপ বাড়বে৷ সবমিলিয়ে এটিকে প্রশংসনীয় উদ্যোগ বলছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আবু সায়েদ বলেন, বাজারের অবস্থা খুব খারাপ৷ ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছে ব্যাবসায়ীরা৷ এই সিন্ডিকেট দূর করতে এমন হাট গুলো ভুমিকা রাখতে পারে৷ নামেমাত্র স্বল্প লাভে হলেও এমন হাট সবখানে ছড়িয়ে দিলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমার ধারণা।

হাটের স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল নোমান বলেন, 'আমরা মানুষের কথা চিন্তা করে এবং বাজারের কৃত্রিম সিন্ডিকেট দূর করতেই এই হাটে কাজ করছি৷ যতক্ষণ সিন্ডিক থাকবে আমরা এভাবেই চালু রাখার চেষ্টা করবো৷ আমাদের উদ্যোগ ছড়িয়ে যাবে সবখানেই৷'

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ