নিজস্ব প্রতিবেদক
সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে গেল ইসলামি মহাসম্মেলন। ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা-মাশায়েখের উদ্যোগে মঙ্গলবার এ মহাসম্মেলন হয়। সকাল থেকেই এ সম্মেলনে আসতে থাকেন মাদরাসা ছাত্র-শিক্ষক ও তৌহিদী জনতা।
এ বিশাল সম্মেলনের সংবাদ অধিকাংশ টিভি চ্যানেল, অনলাইন নিউজপোর্টাল ও বিভিন্ন ইউটিউব চ্যানেল গুরুত্বসহ প্রচার ও প্রকাশ করেছে। বিশেষত অনলাইন নিউজপোর্টাল ‘আওয়ার ইসলাম’ এই মহাসম্মেলনের বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে। সেই সঙ্গে আওয়ার ইসলাম’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যালেনে সরাসরি প্রচার করেছে।
এই ইসলামি মহাসম্মেলন নিয়ে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামগুলো নিচে তুলে ধরা হলো-
ইসলামি মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল সমাগম-প্রথম আলো, তিলধারণের ঠাঁই নেই ইসলামি মহাসম্মেলনে-বাংলাদেশ প্রতিদিন, আলেম-ওলামার সম্মেলনে জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান-কালের কণ্ঠ, সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল-ইত্তেফাক, সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল-মানবজমিন, আলেম-ওলামাদের ঢলে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান-নয়া দিগন্ত, সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল-আমাদের সময়, সোহরাওয়ার্দী উদ্যানের কয়েক কিলোমিটার জুড়ে শুধুই আলেম-ওলামা-ইনকিলাব, সোহরাওয়ার্দীতে ইসলামি মহাসম্মেলন, মানুষের ঢলে অচল ঢাকা-বিডি নিউজ, সোহরাওয়ার্দী উদ্যানে চলছে তাবলিগ জামাতের সমাবেশ-বাংলা নিউজ, ইসলামি সম্মেলন থেকে ইজতেমার তারিখ ঘোষণা-বাংলা ট্রিবিউন, মহাসম্মেলনে নেতারা: দেশে ইজতেমা একবার হবে, দুবার নয়-জাগো নিউজ, সোহরাওয়ার্দীতে ইসলামি মহাসম্মেলন: রাজধানীতে তীব্র যানজট-ঢাকা টাইমস।
উল্লেখ্য, তাবলিগের দুই পক্ষের জন্য ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন সাদ কান্ধলভীর অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। এরই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদরাসাভিত্তিক আলেমরা।