শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে ছাত্র জমিয়ত বাংলাদেশে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত  মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম ‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’ আলাপ-আলোচনার মাধ্যমে অর্থবহ সমাধান আসবে: জামায়াত আমির নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ প্রধান উপদেষ্টার যেসব চাপে থাকার কথা জানালো নিউইয়র্ক টাইমস হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০ ইসলাম গ্রহণের পর জবি শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া আহ্বান – "একবার কুরআন পড়ুন"

গণমাধ্যমের চোখে সোহরাওয়ার্দীর মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে গেল ইসলামি মহাসম্মেলন। ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা-মাশায়েখের উদ্যোগে মঙ্গলবার এ মহাসম্মেলন হয়। সকাল থেকেই এ সম্মেলনে আসতে থাকেন মাদরাসা ছাত্র-শিক্ষক ও তৌহিদী জনতা।

এ বিশাল সম্মেলনের সংবাদ অধিকাংশ টিভি চ্যানেল, অনলাইন নিউজপোর্টাল ও বিভিন্ন ইউটিউব চ্যানেল গুরুত্বসহ প্রচার ও প্রকাশ করেছে। বিশেষত অনলাইন নিউজপোর্টাল ‘আওয়ার ইসলাম’ এই মহাসম্মেলনের বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে। সেই সঙ্গে আওয়ার ইসলাম’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যালেনে সরাসরি প্রচার করেছে।

এই ইসলামি মহাসম্মেলন নিয়ে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামগুলো নিচে তুলে ধরা হলো-

ইসলামি মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল সমাগম-প্রথম আলো, তিলধারণের ঠাঁই নেই ইসলামি মহাসম্মেলনে-বাংলাদেশ প্রতিদিন, আলেম-ওলামার সম্মেলনে জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান-কালের কণ্ঠ, সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল-ইত্তেফাক, সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল-মানবজমিন, আলেম-ওলামাদের ঢলে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান-নয়া দিগন্ত, সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল-আমাদের সময়, সোহরাওয়ার্দী উদ্যানের কয়েক কিলোমিটার জুড়ে শুধুই আলেম-ওলামা-ইনকিলাব, সোহরাওয়ার্দীতে ইসলামি মহাসম্মেলন, মানুষের ঢলে অচল ঢাকা-বিডি নিউজ, সোহরাওয়ার্দী উদ্যানে চলছে তাবলিগ জামাতের সমাবেশ-বাংলা নিউজ, ইসলামি সম্মেলন থেকে ইজতেমার তারিখ ঘোষণা-বাংলা ট্রিবিউন, মহাসম্মেলনে নেতারা: দেশে ইজতেমা একবার হবে, দুবার নয়-জাগো নিউজ, সোহরাওয়ার্দীতে ইসলামি মহাসম্মেলন: রাজধানীতে তীব্র যানজট-ঢাকা টাইমস।

উল্লেখ্য, তাবলিগের দুই পক্ষের জন্য ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন সাদ কান্ধলভীর অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। এরই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদরাসাভিত্তিক আলেমরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ