অর্থবহ আলাপ-আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সমাধান বেরিয়ে আসবে বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এজন্য সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ মে) সকালে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ৯টায় মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে বলেন, একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী চুপ করে থাকতে পারে না৷ ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে দলীয় নির্বাহী পরিষদের সভায় বসেছি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বৈঠক শেষে আমরা বলেছি, সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। এ সংস্কৃতির অবসান হওয়া উচিত। এজন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। তাদের এ অর্থবহ ডায়ালগের ব্যবস্থা করে নিতে হবে। সমস্যা যত বড়ই হোক আমরা বিশ্বাস করি আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব।
জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতোমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা নির্বাহী পরিষদের বৈঠক থেকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি।
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন আলোচনার উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব।
এদিকে জামায়াতে ইসলামী আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে বৈঠক করতে। এদিন বিএনপির সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এনএইচ/