সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কোটা আন্দোলনকারীদের হল না ছাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা | ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার দেশজুড়ে ফুঁসে উঠেছিল শিক্ষার্থীরা। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ছয়জন নিহতের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে। এরপর শিক্ষার্থীদের আজ বুধবার দুপুরের মধ্যে হল ছাড়তে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে শিক্ষার্থীরা এমন নির্দেশনা মানতে নারাজ।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে জড়ো হয়ে হল না ছাড়ার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম।

তিনি বলেন, দেশে কোনো মহাদুর্যোগ বা এ রকম কিছু চলছে না। শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছে।

হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়ার মানে হচ্ছে আন্দোলন নষ্ট করা। আমরা এমন সিদ্ধান্ত মানব না। আমরা হল ছাড়ব না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

গতকাল মঙ্গলবার রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ