মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ।। ১৭ বৈশাখ ১৪৩১ ।। ২১ শাওয়াল ১৪৪৫


রাজধানীর শায়খ জামিল মাদরাসায় একাধিক বিভাগে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে অবস্থিত শায়খ জামিল মাদরাসায় ইফতা, আদব, মাদানি নেসাবে ( ১ম ও ২য় বর্ষ) ভর্তি চলছে।

জানা যায়, গত মঙ্গলবার ( ৬ শাওয়াল ) থেকে ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষের ফরম বিতরণ ও ভর্তিপরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিভাগ সমূহ-

ইফতা বিভাগ (১ বছর )

হাইয়া পরীক্ষায় মুমতাজ বা জায়্যদ জিদ্দান হলে মার্কশিট দিলে ভর্তির পরিক্ষার প্রয়োজন নেই

আদব বিভাগ

(১ বছর , আরবি ভাষায় দূর্বল ছাত্রদের জন্য)

মাদানি নেসাব

(১ম বর্ষে-উর্দূ, তাইসির, মিজান। ২য় বর্ষে - নাহবেমীর বেফাক পরীক্ষার অন্তর্ভুক্ত)

ভর্তি ফি: ৩৫০০/-

আলমারী ফি: ৫০০/-

খাবার বাবদ: ৩০০০/- (সাদ্য অনুযায়ী)

মাসিক বেতন: ৭০০/-

বি. দ্র: এতিম,গরিব, অসহায়, দরিদ্রও জাকাতেরযোগ্য হলে খাবারের টাকা কমানো ‌হয়।

মাদরাসার বৈশিষ্ট্য:

> দারুল উলুম দেওবন্দের শিক্ষা কারিকুলামে দেশ-বিদেশের স্বনামধন্য উস্তাদের তত্ত্বাবধানে, পৃষ্ঠপোষকতা, দোয়া ও সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত।

> দেওবন্দ, মারকাযুদ দাওয়াহ , মালিবাগের ফুযালাদের মাধ্যমে নিয়মিত দরস প্রদানের সু-ব্যবস্থা।

> ইলমী যোগ্যতার সাথে আদর্শবান, বা আমল একজন দরদি দাঈ হিসাবে গড়ে তোলার ফিকির করা।

> ইলমী বাহাস, মুনাজারা,মাকালা লেখা ও সহজ ভাষায় উপস্থাপনের প্রশিক্ষণ।

> আরবি কিতাব পড়া, কথা বলা, বোঝা ও সরাসরি আরবি কিতাব থেকে তথ্য সংগ্রহের যোগ্যতা অর্জন।

> দূর্লভ কিতাবের বৃহৎ কুতুবখানা।

> মেধাবী মেহনতী , দরিদ্র -অস্বচ্ছল ছাত্রদের জন্য বিশেষ বিবেচনার রয়েছে।

বিশেষ দ্রষ্টব্য:

* উভয় বিভাগের আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

* ভর্তির সময় নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে-

১. মেশকাত জামাতের সনদপত্র, নম্বরপত্র ও দাওরায়ে হাদিসের ২য় সাময়িক পরীক্ষার নম্বরপত্র।

২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি।

৩. স্থানীয় জনপ্রতিনিধির (চেয়ারম্যান, কাউন্সিলর প্রমুখ) প্রশংসাপত্র।

৪. শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ।

৫. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

বিনীত: মুফতি আবুল কাসেম মুহাম্মাদ তাজুল ইসলাম

প্রতিষ্টাতা মুহতামিম, জামিয়া শায়খ জামিল আহমদ ঢাকা।(শায়খ জামিল মাদরাসা পলাশনগর, মিরপুর-১১)

যোগাযোগঃ 01976919780 (Whatsapp)

যাতায়াত: ঢাকার যে কোন স্থান থেকে মিরপুর-১০/১১/১৩/কালশী এসে রিক্সা যোগে পলাশনগর  বেলতলা।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন : 01616919780

মাদরাসার ফেইসবুক পেইজ: https://www.facebook.com/jamiashaikhjamlahmd/

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ