পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
রবি/২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষা, গম, ভুট্টা, মশুর, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম ও কৃষক আব্দুস সালামসহ অনেকে।
উপজেলার ৬৩১৫ জন কৃষকের প্রতিজনকে সরিষা-১ কেজি, গম ২০ কেজি, ভুট্টা ২ কেজি, মশুর ৫ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি ও রাসায়নিক সার ডিএপি (১০-২০) কেজি এবং এমওপি ১০-৫ কেজি করে দেয়া হয়।