রংপুর ব্যুরো
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন বলেন, অনুসন্ধানের মাধ্যমে নগরীর আলমনগর এলাকার একটি বাড়ি থেকে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পিবিআই-এর টিম নানাভাবে তাকে ফলো করছিল।
পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেয়ার অভিযোগ রয়েছে।
ওই মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলী। গত ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ আরও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করেছিলেন তিনি। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ সাতজনের নাম মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার দায়ের করেন রমজান আলী। আদালতের আদেশে তাদেরও ওই মামলায় নামীয় এজহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
পিবিআই পুলিশ সুপার বলেন, আবু সাঈদ হত্যা মামলায় এর আগে তাজহাট থানার বরখাস্ত হওয়া এএসআই সৈয়দ আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। এছাড়াও এ মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।