ফরহাদ খান
নড়াইল
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নড়াইলে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরে এ কর্মসূচী পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ জেলা শাখার আহবায়ক ইমাম হোসেন সেলিম, যুবঅধিকার পরিষদের সভাপতি মাহবুব হোসেন মিলন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিছুজ্জামান সোহাগসহ অনেকে।
বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার এবং রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের অপসারণ চাই আমরা।
এনএ/