মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজার শহরের বেরিরপাড়স্থ লাইফ লাইন হাসপাতালের পাশের রাজ্জাক ভবনের দ্বিতীয় তলা থেকে মাকসুদ আহমদ শামীম (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। মাকসুদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এস আই পবিত্র শেখর দাস বিষয়টি নিশ্চিত করে জানান, লাইফ লাইন হাসপাতালের পাশের রাজ্জাক ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন মাকসুদ আলম। দুপুরে বাসার গ্রিলের সাথে গলায় ফাঁস লগানো অবস্থায় বাসার মালিক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাকসুদ আলমের মৃতদেহ পায়। অতঃপর মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাটি হত্যা না আত্মহত্যা এমন এক প্রশ্নের জবাবে এস আই পবিত্র শেখর দাস আরও জানান, এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি এখনও নিশ্চিত করা বলা সম্ভব না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
এনএ/