হাসনাইন আহমেদ হাওলাদার ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ২০১৯সালে ২০ অক্টোবর নবী প্রেমিক চার শহীদসহ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সকল শহীদের স্মরণে ইসলামি সম্মেলনে যোগ দিতে আগামীকাল ভোলায় যাচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাও. মামুনুল হক।
বুধবার (২৩ অক্টোবর) বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্টিত হবে।
ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আনাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামবাদী, হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক হযরত মাওলানা মুনির হোসাইন কাসেমী।
এনএ