রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
টঙ্গীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে মিছিল; মাদরাসা বন্ধের হুমকি বিএনপি নেতার সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রমনা মডেল থানায় স্মারকলিপি প্রদান জীবনের নিরাপত্তাসহ ৩ দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান সাদপন্থী নেতা মুয়াজের ৩ দিনের রিমান্ড ইজতেমা মাঠে হামলা: আসামিদের গ্রেফতারসহ ৪ দফা  দাবি ঢাবি শিক্ষার্থীদের আবারও মেট্রোরেলের এককযাত্রার টিকিট বিক্রি শুরু মালিবাগ মাদরাসার আকিদাগত শুদ্ধতার সংরক্ষণে অভূতপূর্ব উদ্যোগ সহ-সমন্বয়ক খালেদ নিখোঁজ, জেলা সমন্বয়ককে হত্যার হুমকি মালিবাগ মাদরাসা থেকে সাদপন্থী মুয়াজ বিন নুরকে বহিষ্কার ও সনদ বাতিল নবীজি সা. বিপদে যে দোয়া পড়তেন

পাঁচবিবিতে ‘পকেট কমিটি’ বাতিলের দাবি বিএনপির এক পক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবনেতা হারুন রশিদ ডিপনের ওপরে সন্ত্রাসী হামলা ও মেয়াদ উত্তীর্ণ পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি উপজেলা একটি পকেট কমিটি গঠন করেছে। পকেট কমিটির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে গত ৫ আগস্টের ফ্যাসিট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজত্ব কায়েম হয়েছে। তারা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দল থেকে দূরে সরিয়ে রাখছে। গত ১৪ অক্টোবর সাইফুল ইসলাম ডালিমের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির যুবনেতা হারুনুর রশিদ ডিপনের ওপর হামলা চালিয়ে জখম করা হয়। মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল পকেট কমিটি ভেঙে গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের স্থান দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শাহাদৎ হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী, আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ধরঞ্জী ইউনিয়নের সাবেক সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক সাইদুর রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও উপজেলার ৮ টি ইউনিয়নসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ