গাজী তাওহীদুর রহমান মুমতাযী
যশোর প্রতিনিধি
যশোর জেলা ইমাম পরিষদ গতকাল বৃহস্পতিবার যশোরের কেশবপুর উপজেলায় পানিবন্দি ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিরতণ করেছে। কেশবপুর উপজেলার মিফতাহুল উলুম মাদরসায় তিন শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, চিনি, লবণ এবং নগদ অর্থ প্রদান করা হয়।
যশোর জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেনের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আসআদুজ্জামান, ইমাম পরিষদ সহ-সভাপতি মুফতি শামসুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি কামরুল আনওয়ার নাঈম, মুফতি আমানুল্লাহ কাসেমী, মাওলানা হাসান ইমাম, মুফতি কবিরুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ,মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।
হাআমা/