|| তাওহীদ আদনান ইয়াকুব ||
দারুল উলুম দেওবন্দের শায়খে সানী আল্লামা ক্বমারুদ্দীন আহমদ গৌরখপুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, গত কয়েক দিন পূর্বে শারীরিক অসুস্থতা নিয়ে দেওবন্দের একটি হাসাপাতালে তিনি ভর্তি হন। অবস্থার উন্নতি না হলে তাকে মেরাট সিটিতে নিয়ে যাওয়া হয়।
সেখানে আনন্দ হাসাপাতালে তার অপারেশন হওয়ার হওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। সবশেষে শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়লে আজ সকালে তিনি ইন্তেকাল করেন।
এনএ/