ইকবাল হুসাইন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
দুই সপ্তাহ ধরে ময়মনসিংহের ফুলপুর আঞ্চলিক কাঁচা বাজার উর্ধ্বমুখী। উপজেলার নিম্নাঞ্চল বন্যার পনি প্লাবিত হওয়ায় ঘর বাড়ী রাস্তা ঘাট আমান ধান, মৎস্যচাষসহ আবাদি কৃষি সবজি তলিয়ে নষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে ফসলের সংকট দেখা দিয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দ্বিগুন হয়ে গেছে এই নিত্য পন্যের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বৃহস্প্রতিবার (১৭ অক্টোবর) ফুলপুর বাসস্ট্যান্ড কাঁচা বাজারের বেশ কয়েকটি সবজির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। উপজেলার ছনকান্দা, বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা এসব বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪ শত টাকা বিক্রি করতে দেখা যায়।
ফুলপুর বাসস্যান্ড কাঁচাবাজারের খুচরা বিক্রেতা শফিকুল ইসলাম জানান, কাচা মরিচ ১২০, করল্লা ১২০, বেগুন১২০, আলু ৬০টাকা প্রতি কজি। বন্যায় কৃষকের কৃষি আবাদ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহর থেকে চালান আসতেছে না, কাচাবাজারে সবজির সংকট, দাম একটু বেশি, তাই কাচামাল অল্প অল্প ক্রয় করে বিক্রি করতেছি।
বিক্রেতা রাকিব বলেন, উৎপাদন সবজি নষ্ট হয়ে যাওয় সবজির দাম চড়া। সবজির দাম বেড়েছে নিম্নে প্রতিকেজি ২৫ টাকা। শীতের সবজি উঠতে শুরু করলে স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন।