রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


বিশ্বনবী সা. কে কটূক্তির প্রতিবাদে আটপাড়ায় তাওহিদী জনতার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ সা. ও ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে এবং ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ, বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ আটপাড়া উপজেলা শাখা।

আজ বুধবার (২ অক্টোবর) নেত্রকোনার আটপাড়া উপজেলার হেফাজত সভাপতি মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে মাওলানা ইকরামুল হাসান মোহাম্মদ এরশাদ ও মাওলানা মাহবুবুর রহমান এর পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, শাতিমে রাসুলের শাস্তি ফাঁসি চাই। মোদি সরকার যদি উপযুক্ত বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কেন্দ্রীয় নির্দেশনা আসলে প্রয়োজনে বাংলাদেশ থেকে নবীপ্রেমিক তাওহিদী জনতা ইন্ডিয়ার দিকে লংমার্চ করতে বাধ্য হবে।

বক্তারা আটপাড়া উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আটপাড়ায় বিভিন্ন মাজারে উরষের নামে অবৈধ কর্মকান্ড পরিচালিত হয়। এগুলো বন্ধ করতে হবে। উরষের নামে বিভিন্ন কর্মকান্ড আটপাড়ায় চলতে দেওয়া হবে না।

সমাবেশে মাওলানা ইকরামুল হাসান মুহাম্মাদ ইরশাদ ও মাওলানা মাহবুবুর রহমান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা মফিজুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মাওলানা ইউনুস সুতারপুরী, মুফতি গোলাম কিবরিয়া, মুফতী জাকারিয়া, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম ছালেহ, মাওলানা ইকরামুল হাসান মুহাম্মাদ ইরশাদ, মাওলানা অলি উল্লাহ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা হামিদুর রহমান, মাওলানা মোসাদ্দিক আল মাদানী, মাওলানা মাহবুবুর রহমান ও মুহাম্মাদ হাবীবুল্লাহ প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ