বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ।। ৪ আশ্বিন ১৪৩১ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশের কো-স্পন্সর প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, ঘুরছেন পার্কে যাত্রাবাড়ী মাদরাসায় ‘চলমান পরিস্থিতিতে আলেমদের করণীয়’ শীর্ষক জাতীয় পরামর্শ সভা শনিবার আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা শহিদদের স্মরণে হাফেজ্জী চ্যারিটেবলের ‘দোয়া ও সাংস্কৃতিক সন্ধ্যা’ আজ

তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের পুরাতন কার্যালয়ের সামনে উক্ত কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস দামিহা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আজহার উদ্দীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান ও উপজেলা শাখার দফতর সম্পাদক মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবার যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনী, সহ-সভাপতি মাওলানা আইনুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাওলানা সৈয়দ আবু সায়েম, নির্বাহী সদস্য মাওলানা মিসবাহ উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, মাওলানা ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, নির্বাহী সদস্য মুফতী মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল সদর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কাদির, তালজাঙ্গা ইউনিয়ন শাখার আহবায়ক মাওলানা আতাউর রহমান, যুগ্ম আহবায়ক মাওলানা সুহাইল আহমদ, জাওয়ার ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাঈদুল হক, দিগদাইড় ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শের সাথে একমত পোষণ করে সভাস্থলেই ২৫ জন আলেম, ব্যাবসয়ী, কৃষক সহ বিভিন্ন পেশার মানুষ সংগঠনে যোগ দান করেন।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা নেতৃবৃন্দ নবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ