রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
টঙ্গীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে মিছিল; মাদরাসা বন্ধের হুমকি বিএনপি নেতার সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রমনা মডেল থানায় স্মারকলিপি প্রদান জীবনের নিরাপত্তাসহ ৩ দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান সাদপন্থী নেতা মুয়াজের ৩ দিনের রিমান্ড ইজতেমা মাঠে হামলা: আসামিদের গ্রেফতারসহ ৪ দফা  দাবি ঢাবি শিক্ষার্থীদের আবারও মেট্রোরেলের এককযাত্রার টিকিট বিক্রি শুরু মালিবাগ মাদরাসার আকিদাগত শুদ্ধতার সংরক্ষণে অভূতপূর্ব উদ্যোগ সহ-সমন্বয়ক খালেদ নিখোঁজ, জেলা সমন্বয়ককে হত্যার হুমকি মালিবাগ মাদরাসা থেকে সাদপন্থী মুয়াজ বিন নুরকে বহিষ্কার ও সনদ বাতিল নবীজি সা. বিপদে যে দোয়া পড়তেন

কাওয়ালী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলায় আহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আটক দুই ছাত্রলীগ কর্মী

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাদের উদ্যোগে শহীদদের স্বরণে অনুষ্ঠিত কাওয়ালী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে আয়োজক সংগঠনের ১৬ জন আহত হয়েছেন।

হামলায় গুরুতর আহতরা হলেন, শাওন, রাসেল মাহমুদ, রিফাত, আব্দুল রিফাত, মাহমুদুর রহমান ও পারভেজ হোসেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী সরকারি কলেজে এই ঘটনা ঘটে।

হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, টঙ্গীর আলহামরা গার্ডেন এলাকার জালাল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন সাদিক(২১) ও খা পাড়া এলাকার মো. এনামূল হকের ছেলে মামুন মিয়া (১৭)।

আয়োজকদের একজন আবু হানিফ জানান, ‘বৃহস্পতিবার শহীদদের স্বরণে দ্রোহের গান ও কাওয়ালী অনুষ্ঠান চলাকালে বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করে ৩০/৪০ জন ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অনুষ্ঠানে হামলা চালিয়ে আমাদের ১৬ জনকে আহত করে। আহতদের প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর গুরুতর চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার সময় আয়োজকরা দুই আক্রমণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক দুই জন ছাত্রলীগ কর্মী।’

এ ঘটনায় পারভেজ হোসেন বাদী হয়ে ৪০ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলার আবেদন করেছেন বলে জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ