মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে ভাঙ্গা উপজেলা উলামা পরিষদের কমিটিকে গতিশীল করার জন্য ১০১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি শফিকুল ইসলাম মাদানীকে সভাপতি এবং মাওলানা মাসুদুর রহমানকে সাধারন সম্পাদক করে কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (৭সেপ্টেম্বর) দুপুরে পূর্ব হাসামদিয়া রহমানিয়া মাদরাসা মসজিদ চত্বরে এ কমিটি গঠন করা হয়।
মাওলানা আবদুল্লা বাদশার সভাপতিত্বে এবং মাওলানা আবুল খায়ের সেলিমের সঞ্চালনায় সন্মেলনে বক্তব্য রাখেন মাওলানা আবু ইউসুফ মৃর্ধা, মাওলামা নুরুল ইসলাম, মাওলানা হায়দার হোসেন, মাওলানা ইব্রাহিম, মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবুল কালামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মসজিদের ঈমামগণ।
সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
কেএল/