কিশোরগঞ্জের কটিয়াদীতে পয়েন্ট ভুলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে গচিহাটা স্টেশনে এ ঘটনা ঘটে।
এতে ময়মনসিংহের উদ্দেশে্য চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ২ ট্রেনের যাত্রীরা।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে্য ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. আনিসুজ্জামানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
স্থানীয় গছিহাটা পুলিশ ফাড়ির ইনর্চাজ নুরুজ্জামান বলেন, আমরা যাত্রীদের নিরাপত্তা ও বিকল্প রাস্তায় বাড়ি ফেরার কাজে সহযোগিতা করছি।
কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ্দুজ্জামান সরেজমিনে তদন্ত করে একটি প্রতিবেদন রেল অধিদপ্তরে পাঠিয়েছেন। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এনএ/