রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪ ভাদ্র ১৪৩১ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী জোড় শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

উপমহাদেশের প্রাচীনতম দ্বীনি সংগঠন আঞ্জুমানে  হেফাজতে ইসলামের ইসলাহী জোড় ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলস্থ শেখবাড়ী জামিয়ার মাহফিল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) বাদ-ফজর আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী’র (পীরসাহেব বরুণা) উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়।

মাহফিল কমিটি জানায়, ৭টি অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন, মুফতি জসীম উদ্দীন চট্টগ্রাম, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আব্দুল কাদির বাগরখালী, মাওলানা শামসুল হক সরাইলী, মাওলানা শাহ্‌ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা ফজলুর রহমান মাধবপুরী, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আবু তাহের জিহাদী, মুফতি আব্দুর রহমান জিহাদী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী, মুফতি মুজিবুর রহমান ফয়জী, মুফতি আব্দুল লতিফ ফারুকী প্রমুখ।

শুক্রবার ধারাবাহিক আলোচনা করবেন, আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা সিবগাতুল্লাহ নূর বি-বাড়িয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা, মাওলানা সাখাওয়াত  হোসাইন রাজি ঢাকা, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা, মাওলানা মুমতাজ উদ্দীন বড়দেশী সিলেট, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী প্রমুখ।

শনিবার সকাল ৯টায় পীর সাহেব বরুণার আখেরি মোনাজাতের মাধ্যমে তিনদিনের মাহফিল সমাপ্তি হবে।

সরেজমিনে দেখা যায়, মাহফিলের মাঠে প্রায় লক্ষাধিক মুসল্লির শৃঙ্খলার জন্য হাজারখানেক স্বেচ্ছাসেবক টিম এবং নিজস্ব নিরাপত্তাকর্মী রয়েছে। এছাড়াও জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।

উল্লেখ্য, আঞ্জুমানে  হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশবাদের সময়কালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ খ্রিষ্টাব্দে বাংলার খ্যাতিমান বুযুর্গ খলীফায়ে মাদানী কুতুবে দাওরান হযরত লুৎফুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ