বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
বোমা হামলার মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি  ‘ভারতকে বুঝতে হবে এটা আ. লীগের আমল নয়, এটা নতুন বাংলাদেশ’ দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান    নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’ এখন একটা মারলে ৪০ টা দাঁড়িয়ে যাবে : প্রধান উপদেষ্টা ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে : জামায়াত আমির ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে: হাসনাত আব্দুল্লাহ ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ  সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীরা

নরসিংদীর বাঘিবাড়ীতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ইসলাহি ইজতেমা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ীর আয়োজনে শুরু হতে যাচ্ছে বাঘিবাড়ী মাদরাসার ৩১তম ইসলাহী ইজতেমা।

জানা যায়, আগামীকাল শনিবার (১৭ নভেম্বর) থেকে শুরু হয়ে ইসলাহী ইজতেমা চলবে রোববার (১৯  নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত। ইজতেমায় অংশ নিতে অনেক মুসল্লি ইতোমধ্যেই বাঘিবাড়ী আসতে শুরু করেছেন। 

কর্তৃপক্ষ জানায়, ৩১তম এই ইসলাহী ইজতেমা জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল সায়্যিদ মাহমূদ মাদানীর খলীফা, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলীর তত্বাবধানে অনুষ্ঠিত হবে। এছাড়া আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেন্য প্রখ্যাত ওলামা- মাশায়েখ, ওয়ায়েজীনে কেরাম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদগণ। মাহফিল পরিচালনা ও উপস্থাপনায় থাকবেন মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী, মুফতী ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা শাহাদাৎ হোসাইন।

কর্তৃপক্ষ আরো জানায়, উক্ত ইজতেমায় দেশের বিভিন্নপ্রান্ত থেকে দ্বীন- দরদি সর্বশ্রেনীর মানুষ জামাতবন্দি হয়ে তিনদিন অবস্থান করবেন। ২৪ ঘন্টা রুটিন অনুযায়ী তাদেরকে, অজু-গোসল, পাক- নাপাক, ইসলামের মৌলিক আকীদাসমূহ,  মাসনূন দোয়া -নামায, সূরা- কেরাত, রোজা,হজ্জ,যাকাতসহ বিভিন্ন মামূলাত হাতে- কলমে মশকের মাধ্যমে শিক্ষা দেয়া হবে। ৮/১০ জন করে গ্রুপভিত্তিক শিক্ষা প্রদানের জন্য নরসিংদী জেলা ও তার আশপাশের অসংখ্য মাদরাসা থেকে শত শত উলামা- তুলাবা নিয়োজিত থাকবেন; যারা সাধারন মুসুল্লিদেরকে আন্তরিকভাবে বিভিন্ন মাসলা-মাসায়েল শিক্ষা দিবেন। 

অনুষ্ঠিতব্য ইসলাহি ইজতেমার তত্বাবধায়ক মুফতী মোহাম্মাদ আলী ইজতেমা সম্পর্কে আওয়ার ইসলাম বলেন, সাধারণ মানুষের মাঝে অজু-গোসল, মাসলা-মাসায়েল, মাসনূন দোয়া ও নামাজের বাস্তব অনুশীলনই এর মূল লক্ষ্য।

জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ীর মুহতামিম মাওলানা শওকত আলী কাসেমী জানান,  আলহামদুলিল্লাহ ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি ওলামা-তলাবা, সাধারণ দ্বীনি মুসুল্লিদের উপস্থিতিতে বাঘিবাড়ী ইসলাহী ইজতেমা প্রানবন্ত ও বরকতময় হয়ে উঠবে ইনশাআল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ