কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধুকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সেখানে উদ্ধারকাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এছাড়া ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ভৈরবের উদ্দেশে রওনা দিয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।
এনএ/