সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহী জোর আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বিন সাবের আলী:

শরীয়তপুরের খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসন-এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোর অনুষ্ঠিত হবে আগামীকাল (১৬ই নভেম্বর রোজ শনিবার), ইনশাআল্লাহ।

স্থান : খানকায়ে হাফেজ্জি হুজুর রহ., খান মঞ্জিল নশাসন, নড়িয়া, শরীয়তপুর।

সকাল ৯ টা থেকে শুরু হয়ে আসর পর্যন্ত উক্ত ইসলাহি জোরের কার্যক্রম চলবে। ইফতিতাহী  বয়ান ও মুজাকারার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে  জিকিরের আমল, তাসাউফের মুজাকারা, নামাজের আমলী মাশক, সুরা-কেরাত এবং দোয়া-মাসায়েলের তালিম এর আমল চলতে থাকবে। খানকার শাইখ মুহতারাম নাজেম সাহেব দামাত বারাকাতুহুমের আখেরী দোয়ার মাধ্যমে মাগরিবের আগেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

মহতি এই ইসলাহী মাহফিলটির পুরো আয়োজনে সভাপতিত্ব করবেন খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসন-এর সম্মানিত নাযেম, সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া শান্তিধারা মাদ্রাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ.- এর সুদীর্ঘকালের সোহবতপ্রাপ্ত খলিফা, পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ কামাল উদ্দিন কাসেমী দামাত বারাকাতুহুম।

এছাড়াও উক্ত মহতি ইসলাহি জোরে নসিহত পেশ করবেন শরীয়তপুর জেলার স্থানীয় উলামায়ে কেরামসহ দেশবরেণ্য ওলামা ও মাশায়েখবৃন্দ।

উক্ত ইসলাহি জোরে সারা দেশবাসীকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসনের সম্মানিত নাজেম হযরত দামাত বারাকাতুম। উক্ত এসলাহী জোরকে আল্লাহ রাব্বুল আলামীন যেন ভরপুর সফলতা দান করেন সেজন্য সকলের কাছে তিনি বিনীত দোয়ার আবেদন করেছেন।

সার্বিক যোগাযোগ :

০১৬৭২-৯১৫৭৫৬ (মুহতারাম নাযেম সাহেব দা.বা.)

০১৯৩৪-৮২৬৪৭৫ (ইবরাহিম খলিল শরিয়তপুরী)

০১৯৩৩-৫৮১৮০০ (আল আমিন বিন সাবের আলী

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ