শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ।। ৪ মাঘ ১৪৩১ ।। ১৮ রজব ১৪৪৬


শাইখুল হাদিস ড. মনযুর মেঙ্গল সাহেবের প্রোগ্রামসমূহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আজ ১৮ জানুয়ারি ( শনিবার )

সকাল সাড়ে দশটায় ফরিদাবাদ মাদরাসায় দুআ।

সেখান থেকে হেলিকপ্টার যোগে ব্রাক্ষ্মণবাড়িয়ায় গমন।

বিকেলে ঢাকায় ফিরবেন।

মাগরিবের পর থেকে ধানমণ্ডি অঞ্চলে ৩টি প্রোগ্রাম

* তানভির সিদ্দিকি সাহেবের মাদরাসা,

* মাদরাসাতুস সাহাবাহ ধানমণ্ডিতে খতমে বুখারি,

* কামরাঙ্গীরচর মাদরাসায় খতমে বুখারির মাহফিল।

রাতে বিরুলিয়াতে জুনাইদ আল হাবিব সাহেবের মাদরাসায় শবগুজারি ও বাদ ফজর দুআ।

 

১৯ জানুয়ারি (রবিবার)

সেখান থেকে চলে যাবেন ঢালকানগরে। সেখানে ঢালকানগর মাদরাসার ছাত্রদের উদ্দেশ্যে বয়ান। এরপর মাওলানা হাবিবুল্লাহ সাহেবের মাকতাবাতুল হেরার একটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন এবং তার ওয়ারিস্থ মসজিদে ইশার পর বয়ান করবেন।

রাতে সেখান থেকে যশোরের সতীঘাটা মাদরাসার উদ্দেশে রওনা হবেন। সেখানে শবগুজারি করবেন।

 

২০ জানুয়ারি (সোমবার)

ভোরে মুফতি ওয়াক্কাস রহ. এর মনিরামপুর মাদরাসায় খতমে বুখারির দরস দেবেন।

সেখান থেকে গওহরডাঙ্গা মাদরাসার উদ্দেশে রওনা হবেন। এখানে আসরের পর থেকে ইশা পর্যন্ত ফেরাকে বাতেলার ওপর বয়ান করবেন ও এ সংক্রান্ত সবার প্রশ্নের উত্তর দেবেন।

 

২১  জানুয়ারি (মঙ্গলবার)

ঢাকার লালমাটিয়া ও জামিয়া রহমানিয়ায় আলোচনা।

 

তথ্যসূত্র : (নিমন্ত্রক) মাওলানা তালহা শহীদুল ইসলাম।

বিনু/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ