আওয়ার ইসলাম ডেস্ক: দুই দাবিতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বরাবর দরখাস্ত দিলো পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ৪২জন অস্থায়ী কর্মচারী।
অস্থায়ী কর্মচারীরা জানায়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ৪২ জন ব্যক্তি অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছি। দীর্ঘদিন ধরে আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম ধারাবাহিক ও গতিশীল রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছি। যা ইতোপূর্বে মাননীয় উপাচার্য, প্রো-উপাচার্যগণ, কোষাধক্ষ, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন মহোদয় কর্তৃক সর্বক্ষেত্রে প্রসংশিত হয়েছে। গত কয়েক বছর যাবত আমরা নামমাত্র সম্মানিতে কাজ করে যাচ্ছি।
তারা জানায়, আকষ্মিকভাবে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে আমাদের স্ব স্ব রুম ইনচার্জগণ পরবর্তী কর্মদিবস হতে নিজ নিজ টেবিলের সব কাজ হস্তান্তর করে কর্মস্থল ত্যাগের নির্দেশ প্রদান করেন। এতো বছরের অক্লান্ত পরিশ্রমের পরও আমাদের কোনো দাপ্তরিক পরিচয় না পাওয়ায় আমরা মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত। উক্ত নির্দেশনায় আমাদের ভবিষ্যত অন্ধকারের দিকে নিমজ্জিত।
তারা দাবি তোলে, অনতিবিলম্বে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের অস্থায়ী কর্মরতদের স্থায়ীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্থায়ীকরণের পূর্ব পর্যন্ত NO WORK NO PAY ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে।
কেএল/