শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

তুরস্কে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ধর্মীয় শিক্ষার জন্য ইমাম হাতিপ স্কুল নামে সরকার পরিচালিত বিশেষায়িত একটি প্রতিষ্ঠান আছে। তাতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ বিষয়গুলোর পাশাপাশি ইসলামী বিষয়গুলো পাঠ দেওয়া হয়।

এরপর দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বে (ইলাহিয়াত) উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। তাতে তাফসির, হাদিস, কিরাত, ফিকাহ, তাসাউফ, ইসলামী দর্শন, রিলিজিয়াস সাইকোলজি, রিলিজিয়াস সসিওলজিসহ বিভিন্ন কোর্স রয়েছে। তবে এসব ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নতুবা দুই সেমিস্টার পর্যন্ত আরবি ভাষা কোর্স করা বাধ্যতামূলক।

বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ : শত ভাগ শিক্ষাবৃত্তি নিয়ে ইমাম হাতিপ হাই স্কুল ছাড়াও দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ রয়েছে। বিভিন্ন বৃত্তি নিয়ে প্রতিবছর বিশ্বের দেড় শতাধিক দেশের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী তুরস্কে পড়তে যাচ্ছে। তুরস্ক সরকারের পক্ষ থেকে মূলত দুটি বৃত্তি দেওয়া হয় : এক. বুরসলারি স্কলারশিপ, দুই. দিয়ানেত স্কলারশিপ।

বুরসলারি বৃত্তি : বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে ১৯৯২ সালে বুরসলারি নামে আন্তর্জাতিক বৃত্তি প্রকল্প চালু করা হয়। এই বৃত্তি নিয়ে প্রতিবছর দেড় শতাধিক দেশের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী তুরস্কে পড়তে যান। এই বৃত্তির বিশেষ সুযোগ-সুবিধার মধ্যে আছে প্রথমবার তুরস্ক যাওয়া ও পড়া শেষ করে দেশে ফেরার বিমান টিকিট, এক বছর তুর্কি ভাষা শেখার সুযোগ, ছাত্রাবাসে থাকা ও খাওয়ার ব্যবস্থা, ফ্রি স্বাস্থ্যসেবা এবং মাসিক বৃত্তি। তা হলো স্নাতকে ১৭ শ লিরা, স্নাতকোত্তরে ২৪ শ লিরা ও পিএইচডিতে তিন হাজার লিরা।

https://tbbs.turkiyeburslari.gov.tr/ লিংকে গিয়ে আবেদন করা যাবে। গত ১০ জানুয়ারি থেকে এর আবেদন শুরু হয়, যা আগামী ২০ ফেব্রুয়ারি শেষ হবে।

আবেদনের শর্তাবলি : আবেদনকারীর বয়স স্নাতকের জন্য ২১ বছর, স্নাতকোত্তরের জন্য ৩০ বছর ও পিএইচডির জন্য ৩৫ বছরের নিচে হতে হবে। স্নাতকে আবেদনের ক্ষেত্রে ৭০ শতাংশ, স্নাতকোত্তর ও পিএইচডির ক্ষেত্রে ৭৫ শতাংশ ফলাফল হতে হবে। মেডিসিন, ডেন্টাল ও ফার্মেসি বিষয়ে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম ৯০ শতাংশ জিপিএ থাকতে হবে।

দিয়ানেত বৃত্তি : ১৯৭৫ সালে তুরস্কের সমাজসেবামূলক প্রতিষ্ঠান তুর্কিয়ে দিয়ানেত ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। মুসলিম দেশগুলোর মধ্যে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান-গবেষণার বিস্তার, পারস্পরিক সহযোগিতা ও সংহতি প্রচারের লক্ষ্যে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। এই ফাউন্ডেশনের আওতায় প্রতিবছর শুধু ইসলামী বিষয়গুলোতে পড়তে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরে বৃত্তি দেওয়া হয়। এতে বিশেষ সুবিধার মধ্যে রয়েছে প্রতিবছর একবার নিজ দেশে যাওয়া-আসার বিমান টিকিট। উচ্চ মাধ্যমিকে পাঁচ শ লিরা, স্নাতকে এক হাজার লিরা, স্নাতকোত্তরে দুই হাজার পাঁচ শ লিরা এবং পিএইচডিতে চার হাজার লিরা।

https://diyanetburslari.tdv.org লিংকে এই বৃত্তির আবেদন করা যাবে। ১৫ জানুয়ারি থেকে এর আবেদন শুরু হয় যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আবেদনের শর্তাবলি : ক. উচ্চ মাধ্যমিকের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ১৬ বছর, স্নাতকের জন্য ২০ বছর ও স্নাতকোত্তরের জন্য ৩০ বছরের নিচে হতে হবে, খ. উচ্চ মাধ্যমিক ও স্নাতকে আবেদনের ক্ষেত্রে ফলাফল ন্যূনতম ৭০ শতাংশ এবং স্নাতকোত্তর ও পিএইচডির ক্ষেত্রে ৭৫ শতাংশ ফলাফল হতে হবে, গ. শিক্ষা বিরতি দুই বছরের বেশি না হওয়া, ঘ. উচ্চ মাধ্যমিকে আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র : ক. সব শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিটের স্ক্যান কপি, খ. পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, গ. দুটি রিকমেন্ডেশন লেটার, ঘ. সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, ঙ. যেকোনো ধরনের এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট।

বাংলাদেশসহ সব দেশেই তুরস্ক সরকারের এই বৃত্তির আবেদনকারীর সংখ্যা বাড়ছে। নিখুঁতভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন তুর্কি (অ্যাবাস্ট) (https://www.facebook.com/groups/turkeyburslaribd/?ref=share)

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ